সালমান খান-এর নতুন ছবি ‘টিউবলাইট’-এর জন্য গান গাইবেন তার কথিত প্রেমিকা লুলিয়া ভ্যানটুর।
সালমান-লুলিয়ার সম্পর্কটি এখন আর রাখঢাকের পর্যায়ে নেই। ব্যক্তিগত সম্পর্কের বাইরে এখন পেশাগত জায়গায় দেখা যাচ্ছে দু’জনকে। এর আগে সালমানের সর্বশেষ ছবি ‘সুলতান’ এর জনপ্রিয় গান ‘বেবি কো বেইস পসন্দ্ হ্যায়’এর একটি ভার্সনে কন্ঠ দিয়েছিলেন লুলিয়া। এবারে ‘টিউবলাইট’ এর একটি গানে প্লেব্যাক করতে চলেছেন এই রোমানিয়ান সুন্দরী!
মিড ডে বলছে, এ মুহূর্তে লুলিয়ার কন্ঠে গানটির রেকর্ডিং এর কাজ চলছে। রোমানিয়ার এই মডেলের স্পষ্ট ও শুদ্ধ হিন্দি উচ্চারন শুনে স্টুডিওতে উপস্থিত সবাই নাকি তাজ্জব বনে গেছেন!
এ তারকার ঘনিষ্ঠ এক সূত্র বলছে, “এ মুহূর্তে লুলিয়ার গানের প্রাথমিক কাজ চলছে। শিগগিরই চূড়ান্ত রেকর্ডিঙের কাজ শুরু হবে।”
কিছুদিন আগেই সংগীতশিল্পী হিমেশ রেশমিয়ার ব্যবস্থাপনায় ‘এভরি নাইট অ্যান্ড ডে’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন লুলিয়া। অবস্থা দেখে মনে হচ্ছে প্রেমিকাকে বলিউডের পেশাদার শিল্পী বানিয়েই ছাড়বেন সালমান!