প্রতীকী ছবি |
ভারতের রাজস্থানে এক কিশোরী মেয়েকে (১৪) বিক্রির অভিযোগ পাওয়া গেছে তার বাবার বিরুদ্ধে। কিশোরী মেয়েকে বিক্রির অভিযোগে বাবাসহ চারজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
ঘটনাটি ঘটেছে সস্প্রতি ভারতের রাজস্থানের আলওয়ারের লক্ষ্মণগড়ে।
গ্রেফতারকৃতদের নাম নাম বলবীর সিং (কিশোরীর বাবা), লীলাধর জাঠ, ঈশ্বর সিং ও সুভাষ আগরওয়াল। প্রথম তিনজনের বাড়ি ভারতের রাজস্থানে। সুভাষ আগরওয়াল হরিয়ানার বাসিন্দা।
তাদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৩ ও ১২০-এর (বি) ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
মামলার অভিযোগে জানা যায়, গ্রেফতার বলবীর সিং তার ১৪ বছরের মেয়েকে সাত লাখ টাকার বিনিময়ে বিক্রির সিদ্ধান্ত নেয়। সুভাষ আগরওয়ালের পরিবারের কারও সঙ্গে মেয়ের বিয়েও ঠিক করে।
প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে পুলিশে খবর দিলে প্রমাণসহ ধরা পড়ে অভিযুক্তরা। ওই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ।