সামাজিক যোগাযোগের মাধ্যম আমাদের জীবনের নানা ঘটনায় কীরকম প্রভাব ফেলছে তার ভালো খারাপ দিক নিয়েই নির্মিত এই নাটক
আমাদের আশেপাশের অনেকেই সামাজিক যোগাযোগের মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট খুলে অনেক সময় বিভিন্ন ধরনের প্রতারণা করে থাকেন। যার ফলে ক্ষতিগ্রস্ত হয় কিছু সাধারন মানুষ। মুলত এমন ঘটনাকে উপজীব্য করে নির্মিত হয়েছে খণ্ড নাটক ‘ফেইকবুক’। নাটকটি নির্মাণ করেছেন মীর আসাদুজ্জামান আরিয়ান।
নাটকের গল্পে দেখা যাবে, একজন মেয়ে তার ভুয়া ফেইসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে কয়েকজন তুরুণকে প্রতারিত করে। ঘটনাক্রমে একজন তরুণ আত্নহত্যা করতে বাধ্য হয়। এমনি বিভিন্ন সামাজিক সত্য ঘটনাগুলো নাটকের গল্পে ফুটে উঠবে।
‘ফেইকবুক’ নাটকটিতে অভিনয় করেছেন মৌসুমী হামিদ, তাসনুভা তিশা প্রমুখ।
তবে নাটকটিতে সকল ফেইসবুক ব্যবহারকারীদের জন্য নাকি একটি বিশেষ বার্তা রয়েছে। এমনটাই দাবী নির্মাতার।

গ্লিটজকে আরিয়ান বলেন,“ফেইসবুক আমাদের জীবনের কোনো অবিচ্ছেদ্য অংশ নয়। বরং এটা (ফেইসবুক) কিংবা যে কোনো সামাজিক যোগাযোগের মাধ্যম আমাদের সামাজিক জীবনের একটি অংশ মাত্র। একে আমরা অনেকেই এত বেশি গুরুত্ব দেই যে, আমরা আমাদের জীবনের মূল্যায়ণ করতে বেশিরভাগ ক্ষেত্রেই ভুলে যাচ্ছি।”‘ফেইকবুক’ নাটকটি নির্মাণের পাশাপাশি নাটকের গল্প ও চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে নাটকটির দৃশ্যধারণের কাজ।
সবকিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে খণ্ড নাটকটি।